‘আমাকে এই আলিম নামের জালিম থেকে আল্লাহর ওয়াস্তে বাঁচান’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ মে ২০২৫ , ১২:৪৩ পিএম


‘আমাকে এই আলিম নামের জালিম থেকে আল্লাহর ওয়াস্তে বাঁচান’
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। প্রায় এক যুগ আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে আলোচনার জন্ম দিয়েছিলেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে রুপালি জগত ছেড়ে ইসলামি জীবনযাপন শুরু করেন নাজনীন আক্তার হ্যাপি। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামে একজন মাদরাসা শিক্ষককে। অনেক দিন ধরে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না তাদের। কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে মারধর, ৯টি বিয়েসহ নানা অভিযোগ তুলেন এই প্রাক্তন অভিনেত্রী। কেবল তাই নয়, বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে।

বর্তমানে কঠিন সময় পার করছেন নাজনীন আক্তার হ্যাপি। তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাস তারই ইঙ্গিত বহন করে। শুক্রবার (২৩ মে) হ্যাপি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ পোস্টে দেশের আলেম-ওলামাদের সহযোগিতা চেয়েছেন।

বিজ্ঞাপন

হ্যাপি লেখার শুরুতে বলেন, এই দেশে কি কোনো হক্কানী ওলামা নেই? আমাকে এই আলিম নামের জালিম থেকে আল্লাহর ওয়াস্তে বাঁচান! আগে অনুরোধ করেছি, এখনো অনুরোধ করছি। আপনারা সবাই কেন চুপ করে আছেন? আমি যে মাজলুম এটা কেন মানছেন না? আমার অতীতের কারণে? যা তওবাকৃত। আপনারা কিছুই করতে পারছেন না?

কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে নাজনীন আক্তার হ্যাপি বলেন, আমাকে মুক্ত করে দিন দয়া করে। সে আমাকে ঝুলিয়ে রাখতে রাখতে আমাকে এই অবস্থায় নিয়ে দাঁড় করিয়েছে। আপনাদের একজন আলেমের কুকর্ম ঢাকার জন্য কটাক্ষ করছেন, আমার অতীত নিয়ে। আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন? কোনো দায়িত্ব ছিল না আপনাদের? এগুলো যা আজকে নতুন না, আমি অনেকদিন ধরে এগুলো বলে আসছি। মামলা করার আগে থেকে।

নাজনীন আক্তার হ্যাপির স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে ৯টি বিয়ের অভিযোগ করেছেন। অন্য একটি পোস্টে নয় স্ত্রীর নাম ও ঠিকানাসহ বিয়ের কাগজপত্রও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

গত ১২ মে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নাজনীন আক্তার হ্যাপি। ১৪ মে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। 

বিজ্ঞাপন

মামলা দায়ের করায় অনেকের প্রশ্নের মুখে পড়েছেন নাজনীন আক্তার হ্যাপি। এর কারণ ব্যাখ্যা করে অন্য একটি পোস্টে তিনি বলেন, আমি যে যৌতুক মামলাটা করেছি। সেটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। অর্থ দাবি করা হচ্ছে, আইনের ভাষায় যৌতুক বলা হয়। তিনি তার রেস্টুরেন্টের নতুন ব্রাঞ্চ খোলার জন্য আমাকে টাকা দেওয়ার জন্য চাপাচাপি করে, একই সঙ্গে সে বলে, দিতে না পারলে তালাক দিয়ে দেব। এখন মূল বিষয়টা এখানে, তালাক দিয়ে দেব আর ধরুন আমিও তালাক নিয়ে নিলাম। কিন্তু সে যেটা করত আমার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যেত। সুতরাং সেই ভয়ে আমি আমার বাচ্চার নিরাপত্তার জন্য সেসব হুমকি সহ্য করি। বাচ্চাটাকে ব্যবহার করে তার সব আয়োজন। আমি তো জানি লোকটার চরিত্র কেমন! সুতরাং আমি কোনোভাবেই তার হাতে বাচ্চা তুলে দেওয়ার চিন্তা করারও প্রশ্ন আসে না।  

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এরপর বদরুল আমিনের ‘রিয়েলম্যান’, মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’, মেজবাহ শিকদারের ‘অন্যরকম’, জামশেদুর রহমানের ‘ছন্দপতন’ চলচ্চিত্রে কাজ করেন। এ ছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission